Wednesday, September 10, 2014

২১ শে ফেব্রুয়ারী ২০১৩



২১ শে ফেব্রুয়ারি, ইচ্ছে থাকা সত্ত্বেও বের হতে পারিনি।
খুব অপরাধী মনে হচ্ছে........................, অনেকটা রাজাকার রাজাকার ফ্লেভার, সামান্য পরীক্ষার জন্য ঘরে বসে থাকা (আমার বিরুদ্ধে
স্লোগান দিও না)।

আমি বের হতে পারি নি, তুমিত ছিলে। আজ না হয় তোমাতেই ছিলাম
আমি।

বেশ আগে পরিকল্পনা করে রেখেছিলাম এই দিনটি তোমার সাথে কিছুক্ষণ কাটাব, যদিও জানি তোমার কিছু নিজস্ব অনুষ্ঠান থাকবে ।।
প্রচন্ড ব্যস্ত থাকবে, সেইই স্বাভাবিক।
তুমি চমক দিতে অভ্যস্ত, সুতরাং শত ব্যস্ততার ভীরে কিছু চমক থাকত বৈকি।।

সৃষ্টকর্তার অপার রহস্যর মধ্যে এটা ধ্রুব সত্য, মেয়েরা চমক দিয়ে ছেলেদের যতটা অবাক করে দিতে পারে, একটি ছেলে কেন যেন সেটা এত সূচারুভাবে কখন পেরে উঠে না।

আর তুমিত সেই তুমি, এতে আরো বেশী সিদ্ধহস্ত।

ভাল থেক।

No comments:

Post a Comment

Mysterious Planning

Think Globally, Act Locally